সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


পাকিস্তানে আত্মঘাতী হামলা; নিহত ৭ পুলিশ আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম:  পাকিস্তানের বেলচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় মঙ্গলবার রাতে পুলিশ ও আধাসামরিক বাহিনীর সৈন্যদের ওপর তিনটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এ ঘটনায় ৬ জন পুলিশ নিহত ও নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য আহত হয়।

একজন হামলাকারী রাস্তায় টহলরত একটি পুলিশ ভ্যানের কাছে বোমা বিস্ফোরণ ঘটালে ৬ পুলিশ নিহত ও ১ জন আহত হয় বলে প্রাদেশিক পুলিশ প্রধান মোয়াজ্জাম জাহ আনসারী জানান।

এ ঘটনার প্রায় ৩০ মিনিট পরে দুজন আত্মঘাতী আধাসামরিক বাহিনীর একটি চেক পয়েন্টে হামলার চেষ্টা করে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগেই বুঝতে পারলে তাদের সাথে হামলাকারীদের বন্দুকযুদ্ধ হয়। এসময় দুই আত্মঘাতীর শরীরে থাকা বোমা বিস্ফোরণে মারা যায় ও নিরাপত্তা বাহিনীর ৮ সদস্য আহত হয়।

এখন পর্যন্ত কোনো সংগঠন একটি হামলারও দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের সংঘাতময় বেলুচিস্তান প্রদেশে আত্মঘাতী হামলা অনেক বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে প্রদেশের রাজধানী কোয়েটায় প্রায়শই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়।

ডেইলি কুদরত


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ