সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


আফগানিস্তানে অর্ধ মিলিয়ন মানুষের জীবন হুমকির মুখে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: আন্তর্জাতিকভাবে কাজ করা জাতিসংঘ শিশু তহবিল বা ইউনিসেফ জানিয়েছে, আফগানিস্তানে অর্ধ মিলিয়নেরও বেশি মানুষ নানা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছে। তাদের অধিকাংশই শিশু।

বেসরকারি গণমাধ্যমের ভাষ্য মতে, ইউনিসেফের পক্ষ থেকে পরিচালিত এক জরিপে দেখানো হয়েছে পুষ্টিহীনতা, রুক্ষ আবহাওয়ার কারণে আফগানিস্তানের ৩৪ প্রদেশের ২২ প্রদেশের শিশুরা জীবন বিধ্বংসী নানা স্বাস্থ জাটিলতায় আক্রান্ত।

রিপোর্ট বলছে, ১০ প্রদেশের মানুষের অবস্থা খুবই খারাপ। এখানে ১০-২০শতাংশ পানির উৎস শুকিয়ে গেছে। যার ফলে ১ মিলিয়ন মানুষ পানি সংকটে পড়েছে। আরো ২ মিলিয়ন মানুষ অচিরেই পানি সংকটে পড়তে পারেন।

ইউনিসেফ আরো জানায়, আক্রান্ত এলাকাগুলোতে মানুষ কেবল পানি সংকটেই নয় অনেক জায়গায় খাদ্য সংকটও দেখা দিয়েছে। অনেক পরিবার ঠিক মতো দু বেলা রুটিরও ব্যবস্থা করতে পারছেন না। আফগান শিশুরা নানা চ্যলেঞ্জ মোকাবেলা করার সাথে সাথে এখন খাদ্য সংকটেরও মুখোমুখি হতে হচ্ছে।

সরকার ও বিশ্ব সাহায্য সংস্থাগুলো যদি তাদের দিকে দৃষ্টি না দেয় তাহরে তাদের জীবনে বিপর্যয় নেম আসা খুব স্বাভবিক ।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ