মুজাহিদুল ইসলাম: শত্রুজাহাজ পর্যবেক্ষণ ও ধ্বংসে মৎসাকৃতির বিশেষায়িত সামুদ্রিক রোবট তৈরি করছে তুরস্ক।
লাইফ ইউ আর নামক রাশিয়ান ওয়েবসাইটের সূত্রে আরটি জানায়, ওয়াটটোজ নামক এ রোবট মূলত তারাবযুন প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কিছু বৈজ্ঞানিক ও তুরস্কের সামরিক বাহিনীর বিশেষজ্ঞদের প্রযুক্তি ও বৈজ্ঞানিক বিষয়ক পারষ্পারিক সহযোগিতার মাধ্যমেই হয়েছে।
জলরাশিতে নিরাপদে ভালভাবে চলার জন্যে এ রোবোটকে এমনভাবে তৈরি করা হয়েছে, যেটাকে ‘সমুদ্রশয়তান’ নামক মাছের মতো দেখা যায়।
https://www.youtube.com/watch?time_continue=92&v=fTDcb2nyzJk
তিনটি ইন্জিন ও কয়েকটি ব্যাটারি যুক্ত এ মাছ অনায়াসে বার ঘন্টা চলতে পারে। পাশাপাশি বিভিন্ন ধরনের ডিভাইস যুক্ত করার ফলে এটা বেশ কয়েক কিলোগ্রাম বিষ্ফোরক বহন করতে পারে, যা শত্রুজাহাজ খতম করতে অসাধারণ কার্যকর।
আরটি থেকে মুজাহিদুল ইসলামের অনুবাদ
আরআর