আওয়ার ইসলাম: মিয়ানমারের বাগো অঞ্চলের ফিউ’তে সোমবার মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। তবে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া বিভাগ এ কথা জানিয়েছে।
খবরে বলা হয়, স্থানীয় সময় মধ্যরাতের পর ইয়াঙ্গুনের ১৫৬ কিলোমিটার ও ফিউ’র ৪৬.৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ১৭ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।
উল্লেখ্য, শুক্রবারের পর থেকে গত কয়েকদিনে ফিউ’র আশেপাশে চারবার ভূমিকম্প অনুভূত হয়।
খবর: সিনহুয়া।