আওয়ার ইসলাম: উত্তর কোরিয়ায় দুর্ঘটনার শিকার হয়ে চীনা পর্যটকবাহী একটি বাস সেতু থেকে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের কূটনীতিকরা।
স্থানীয় সময় রোববার রাতে উত্তর কোরিয়া হোয়ংহায়ে প্রদেশে এ ঘটনা ঘটে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক-সিজিটিএন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সকালে চীনা পর্যটকবাহী বাসটির দুর্ঘটনার কথা জানালেও এ ব্যাপারে খুব একটা বিস্তারিত তথ্য জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
উত্তর কোরিয়ায় চীনের একটি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় বহু হতাহত হয়েছে। রোববার রাতে দুর্ঘটনাটি ঘটলেও সোমবার সকালে চীনের সরকার এবং রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। তবে তারা হতাহতের সঠিক কোনো সংখ্যা উল্লেখ করেনি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘উত্তর কোরিয়ায় চীনের দূতাবাস জানিয়েছে- হাওওয়াং রাজ্যে রোববার রাতে একটি পর্যটকবাহী বাস বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে। এতে চীনের বহু পর্যটক হতাহত হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি।’
খবর: রয়টার্স ও সাউথ চায়না মনিটর