ওমর ফাইয়ায: যে ব্যক্তি মদের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখবে, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে।
হজরত আনাস রা. থেকে বর্ণিত, রাসুল. মদের সাথে সম্পর্কিত দশ শ্রেণির মানুষকে অভিশাপ দিয়েছেন।
(১) মদ বানানোর জন্য যারা আঙ্গুর নিংড়ে রস বের করে। (২) যাদের নির্দেশে মদ বানানো হয়।(৩) যারা পান করে।
(৪) যারা পরিবেশন করে। (৫) যাদের জন্য পরিবেশন করা হয়। (৬) মদ যারা পান করায়। (৭) মদ যারা বিক্রি করে। (৮) মদের মূল্য যারা খায়।
(৯) মদ যারা ক্রয় করে। (১০) যার জন্য মদ ক্রয় করা হয়।
সূত্র: সুনানে আবু দাউদ