ওমর ফাইয়ায : অনেকেই নিজের হক পরিপূর্ণভাবে আদায় করার ব্যাপারে খুব সচেতন, কিন্তু অন্যের হক আদায়ের কোনো গুরুত্বই তাদের থাকে না। কারো থেকে ঋণ নিয়ে, বাকিতে জিনিসপত্র কিনে, কারিগরের কাছে কোনো জিনিস বানিয়ে বা শ্রমিককে দিয়ে কাজ করানোর পর সামর্থ থাকার পরও তারা পাওনা আদায়ে গড়িমসি করতে থাকে। তাদের সম্পর্কে হাদিসে কঠোর সতর্কবাণী এসেছে।
রসূল সা. বলেছেন,
مَطْلُ الْغَنِىِّ ظُلْمٌ.
সম্পদশালীর গড়িমসি জুলুম
অন্য একটি হাদিসে রাসুল সা. বলেছেন,
مَنْ اَخَذَ اَمْوَالَ النَّاسِ يُرِيْدُ اَدَاءَهَا، اَدَّى اللهُ عَنْهُ، وَمَنْ اَخَذَهَا يُرِيْدُ اَتْلاَفَهَا اَتْلَفَهُ اللهُ
যে ব্যক্তি মানুষের সম্পদ ঋণ নেয় এবং তা আদায়ের ইচ্ছা রাখে, আল্লাহ তাআলা তার পক্ষ থেকে সেই ঋণ আদায় করে দেন। ( অর্থাৎ আদায়ের ব্যবস্থা করে দেন।) আর যে সম্পদ এই ইচ্ছায় নেয় যে, সে এই সম্পদ আত্মসাৎ করবে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।
সূত্র: সহিহ বুখারী
এফএফ