আওয়ার ইসলাম: পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচর উপজেলায় পাহাড়ি দুই গ্রুপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
জানা যায়, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্যকে গুলি করে হত্যার ২৪ ঘণ্টার মধ্যে প্রতিশোধ হিসেবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিরও (এমএন লারমা) এক কর্মীকে হত্যা করা হয়।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জানান, দলীয় পাল্টাপাল্টি হামলার কারণে এ দুটি খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহতরা হলেন ইউপিডিএফ কর্মী জনি তঞ্চঙ্গ্যা (৪০) এবং জনসংহতি সমিতির কর্মী পঞ্চায়ন চাকমা ওরফে সাধন চাকমা (৩০)।
এ ছাড়া জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী কালোময় চাকমাকে (২৯) অপহরণ করা হয়েছে—এমন একটি খবর পাওয়া গেলেও আইনশৃঙ্খলা বাহিনী তা নিশ্চিত করতে পারেনি।
আফগানের গহীন পাহাড়ে মুসলিমদের হাসি