আওয়ার ইসলাম: নারী শিক্ষার্থীরা কোটা চায় না, তারাও মাঠে নেমে এসেছে। অথচ আমরাই সবচেয়ে বেশি নারী অধিকারের কথা বলেছি সংসদে বললেন প্রধানমন্ত্রী।
বুধবার বিকালে প্রধানমন্ত্রী সংসদে প্রশ্ন উত্তর পর্বে এসব কথা বলেন। তিনি বলেন, নারী শিক্ষার্থীরা কোটা চায় না।তারাও কোটা সংস্কার চায়।তাদের সঙ্গে আলোচনার সময় তারা কোটা সংস্কার চেয়েছে।বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে।নারীর ক্ষমতায়ন নিয়ে সবচেয়ে বেশি আমি কাজ করেছি।
প্রধানমন্ত্রী বলেন, প্রতিবন্ধীসহ অন্যদের চাকরির ব্যবস্থা আলাদাভাবে করে দেব। আর কোনো কোটার দরকার নেই। আন্দোলন অনেক হয়েছে। তিনি ছাত্রদের ক্লাসে ফিরে যাওয়ার জন্যও বলেন।
শেখ হাসিনা বলেন, এমনিতেই শহরে অনেক জ্যাম। তার মধ্যে সড়ক অবরোধ করে রাখা হয়েছে। রোগীরা অ্যাম্বুলেন্সে মারা যাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, সকালে ছাত্রলীগ সভাপতি-সম্পাদক আমার সঙ্গে দেখা করেছে। আমি তাদের বলেছি, আর কোনো কোটা রাখা হবে না। কোটা বাতিলই করে দিবো। কোনো কোটাই থাকবে না দেশে। আমরা কোটা দিয়েছি যাতে সবশ্রেণীর লোক সুবিধা ভোগ করতে পারে। কিন্তু এখন তারা এটা চায় না তাই বাদ করে দেয়াই ভালো।
আরো পড়ুন- কোটা সংস্কার নিয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী (ভিডিও)