হাওলাদার জহিরুল ইসলাম: আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের প্রশ্নোত্তর পর্বে বলেছেন, ঢাকাসহ সব জায়গায় যেহেতু কোটা বিরোধি আন্দোলন তাই সম্পূর্ণরূপে কোটা পদ্ধতিই বাদ দেয়া হোক। যাতে আগামীতেও কোটা নিয়ে আর অান্দোলন না হয়। কোটা পদ্ধতিই বাতিল।
তিনি আরো বলেন, যদি কোটা পদ্ধতি রাখতে হয় তাহলে তা যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেয়ার জন্য জনপ্রশানসন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টরা ব্যবস্থা নেবেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, আনেক হয়েছে। এবার তোমরা ঘরে ফিরে যাও।
কোটা বাতিল হলে আমরা প্রতিবন্ধী, পাহাড়ি ক্ষুদ্র জনগোষ্ঠিদের অন্যভাবে চাকরি দেয়ার ব্যবস্থা করবো।
বিশ্ববিদ্যালয় ভিসির বাসায় হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনে বলেন, তারা কারা যারা ভিসির বাসা ভাঙচুর করলো, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। এবং তার বাসা থেকে লুন্ঠিত মালামাল কোথায় আছে তা ছাত্রদেরই বের করে দিতে হবে।
সূত্র: সংসদ টিভি