আওয়ার ইসলাম: কুয়েতে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে আজ যাচ্ছেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ তরিকুল ইসলাম।
রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র হাফেজ তরিকুল ইসলাম এর আগে গত বছর দুবাইয়ের কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেছিল।
গত বছরও কুয়েতের এ প্রতিযোগিতায় নেছার আহমাদ আন নাছিরীর ছাত্র হাফেজ সাইফুর রহমান তকি ২য় স্থান অর্জন করেছিলো।
জানা যায়, কুয়েতে অনুষ্টিতব্য কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে তরিকুল ইসলামের সঙ্গে যাচ্ছেন তার উস্তাদ হাফেজ কারী নেছার আহমদ আন নাছিরীও।
আওয়ার ইসলামকে তিনি জানান, ২০১৮ সালে মারকাজুত তাহফিজ মাদরাসার আরও ৩ জন ছাত্র ৩টি দেশে কুরআন প্রতিযোগিতায় অংশ নিবে। যথাক্রমে, ফারহান হাবীব আওলাদ (তুরষ্ক), গাজী আব্দুল্লাহ (জর্ডান), এহসান উল্লাহ (ইরান)।
তিনি সবার সফলতার জন্য বিশেষভাবে দুআ কামনা করেছেন।
নেছার আহমদ আন নাছিরী বলেন, মারকাজুত তাহফিজ ইতোপূর্বে দেশের অনেক সম্মান বয়ে এনেছে। এবারও তারা সফল হবে বলে আমরা আশাবাদি। আমরা সবার কাছে আন্তরিক দুআ কামনা করি।
স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সম্মাননা নিলেন হাফেজ নেছার আহমাদ ও তরিকুল
আরআর