আওয়ার ইসলাম: আজ বুধবার ইরাক সীমান্তবর্তী সিরিয়ার আকাশসীমায় মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের যুদ্ধবিমান ওড়ার খবর পাওয়া গেছে। সন্ত্রাসী অধ্যুষিত সিরিয়ার পূর্ব গৌতার দুমা শহরে রাসায়নিক হামলার অভিযোগে সিরিয়ার বিরুদ্ধে যখন আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদেশগুলো সামরিক হামলার হুমকি দিচ্ছে তখন সিরিয়ার আকাশসীমায় মার্কিন জোটের বিমান উড়লো সেখানে।
ব্রিটেনের স্কাই নিউজ সকালের দিকে জানিয়েছে, হোমস প্রদেশের আল-থান্ফ শহরের আকাশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমানগুলো খুব নিচু দিয়ে টহল দিয়েছে।
অন্য খবরে বলা হয়েছে, ইরাক ও জর্দানের আকাশ দিয়ে সিরিয়ার দিকে উড়ে যেতে দেখা গেছে মার্কিন জোটের যুদ্ধবিমান। ব্রিটেনের ডেইলি এক্সপ্রেস এক সাংবাদিকের বরাত দিয়ে জানিয়েছে, “ইরাক-সিরিয়া সীমান্তে আমেরিকা ও তার মিত্ররা ভারী ফ্লাইট পরিচালনা করেছে।”
সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটার ব্যবহারকারী এক ব্যক্তি বলেছেন, “জোটের বিমানগুলো দেইর আজ যোরের মরুভূমির আকাশে গর্জন করছে।”
এইচজে