হাওলাদার জহিরুল ইসলাম: আজ ১০ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ বিন সালমান তার ভেরিফাইড টুইটার একাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি যুবরাজ মুহাম্মদ বিন সালমানের সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও জর্জ ডব্লিও বুশের সঙ্গে সাক্ষাত বিষয়ে আলোচান করেন।
তিনি লিখেছেন, সৌদি প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও জর্জ ডব্লিও বুশসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সাক্ষাত দুই দেশের বন্ধুত্বকে আরো মজবুত ও দীর্ঘস্থায়ী করবে।
তিনি আরো লিখেন, আমার দেশের মাননীয় প্রিন্সকে মার্কিন সাবেক প্রেসিডেন্টের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা দেয়ায় আমি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি।
অপরদিকে জর্জ বুশও তার টুইটারে যুবরাজ বিন সালমানের সঙ্গে নেয়া গ্রুপ ফটো পোস্ট করে লিখেছেন, এ সাক্ষাত ছিলো খুই উপভোগ্য একটি সময়। এ সাক্ষাতমুহূর্ত আমাদের দুই দেশের বন্ধুত্ব দীর্ঘায়িতকরতে কাজ করবে।
সূত্র: আল আরাবিয়া ইউকে