রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

বাদশাহর আমন্ত্রণে সৌদিসহ চার দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: চলতি মাসে প্রধানমন্ত্রীর ব্রিটেন ও অস্ট্রেলিয়া সফর ছিল পূর্বনির্ধারিত। এ ছাড়া সৌদি আরব ও নিউজিল্যান্ড সফরেও যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগামী ১৫ এপ্রিল সৌদি আরবে যাচ্ছেন প্রধানমন্ত্রী।সংশ্লিষ্ট একটি নির্ভরযােগ্য সূত্রে এ তথ্য জানা গেছে,  বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের আমন্ত্রণে তিনি সৌদি যাচ্ছেন।

চলতি মাসের ১৬ এপ্রিল দাম্মামে বাংলাদেশসহ ২৩ দেশের যৌথ সামরিক মহড়া গালফ শিল্ড ওয়ানের সমাপনীতে অংশ নেবেন তিনি। | সৌদি আরব থেকে সরাসরি লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী।

আগামী ১৯ থেকে ২০ এপ্রিল লন্ডনে অনুষ্ঠেয় কমনওয়েলথ সামিটে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সম্মেলনের সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক বৈঠক ও মতবিনিময় হওয়ার কথাবার্তা চলছে।

লন্ডনে হাসিনা-মােদি বৈঠক চূড়ান্ত করার বিষয়ে আলােচনায় দিল্লির পররাষ্ট্র সচিব বর্তমানে বাংলাদেশে রয়েছেন। ২২ এপ্রিল প্রধানমন্ত্রী ব্রিটেন থেকে দেশে ফিরবেন। তিনদিন ঢাকায় কাটিয়ে অস্ট্রেলিয়া যাবেন তিনি।

সেখানে প্রধানমন্ত্রী 'গ্লোবাল সামিট অব উইমেন'-এ অংশ নেবেন। আগামী ২৬  থেকে ২৮ এপ্রিল সিডনিতে এই সামিট হবে। তবে সামিটের চেয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত দ্বিপক্ষীয় বৈঠককেই গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। এ সফরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নসহ নানান দিক নিয়ে সরকার প্রধানদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরো পড়ুন : মাত্র ৪৪ শতাংশ মেধাবীদের : ৫৬ শতাংশই অন্যদের


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ