আওয়ার ইসলাম : নোবেল সাহিত্য পুরস্কার কমিটি থেকে পদত্যাগ করলেন ৩ বিচারক। তারা হলেন, ক্লাস ওসতেরগ্রেন, কেজেল এসমার্ক এবং পিটার ইংলান্ড। তারা নিজেদের পদত্যাগের বিষয়টি জানিয়ে চিঠি ও বিবৃতি দিয়েছেন সুইডিশ গণমাধম্যকে।
তিনজনের মধ্যে কেবল পিটার ইংল্যান্ড তার পদত্যাগের কারণ জানিয়ে মুখ খুলেছেন। বিবৃতিতে তিনি বলেছেন, স্টকহোমের একটি কালচারাল সেন্টারের প্রধানের সঙ্গে সুইডিশ একাডেমির সিদ্ধান্তের সঙ্গে তার পদত্যাগের সম্পর্ক রয়েছে। এ ঘটনাটি গত বছরের।
এ ৩ বিচারকের বিচারাধীনই ২০১৭ সালে সাহিত্যে নোবেল পেয়েছেন জাপানি বংশোদ্ভূত ব্রিটিশ উপন্যাসিক কাজুয়ো ইশিগুরো। তিনি চিত্রনাট্যকার, ছোট গল্পকার এবং ঔপন্যাসিক হিসেবেই বেশ পরিচিত।
আরো পড়ুন : ‘আমাদের নির্বাচন নিয়ে ঝামেলা পাকিও না’ : বিশ্বজুড়ে সাইবার বার্তা