রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার পরিণতি শুভ হবে না ; ছাত্র জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সভাপতি তোফায়েল গাজালি, কোটা সংস্কারের দাবীতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার পরিণতি শুভ হবে না মন্তব্য করে বলেছেন, কোটা সংস্কারে দাবীতে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের
বহুদিনের জমানো ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটেছে।

কোটার নামে মাত্র ৪৪% চাকরী মেধাবীদের জন্য বরাদ্দ রেখে বছরের পর বছর শিক্ষার্থীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। শিক্ষার্থীরা নানাভাবে তাদের দাবী সম্পর্কে সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইলেও বরাবরই তারা লাঞ্চিত হয়েছেন। গতকালও দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষার্থীরা যৌক্তিক ও ন্যায়সঙ্গত কর্মসূচি পালন করছিল।

শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও ছাত্রলীগের ক্যাড্যারদের নারকীয় হামলায় একথা সুস্পষ্ট হয়েছে জালেম এ সরকারের হাতে কোমলমতি শিক্ষার্থীরাও নিরাপদ নয়। তিনি বর্বর এ তাণ্ডবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে কোটা প্রথার সংস্কার পূর্বক এ আন্দোলনে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে। অন্যথায় দেশপ্রেমী ছাত্র জনতা আরো কঠিন আন্দোনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে বাধ্য হবে।

আজ দুপুরে পল্টনস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ ঢাকা মহানগরীর দায়িত্বশীলদের এক সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর ছাত্র জমিয়তের সভাপতি নিজাম উদ্দিন আল আদনানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন ছাত্র নেতা এম বেলাল আহমদ চৌধুরী, আব্দুল্লাহ আফসার, খালেদ মাহমুদ, খায়রুল ইসলাম, তাজুল ইসলাম, ওমর ফারুক, তানভীর আহমদ, রশিদ আহমদ প্রমুখ।

এইচজে

 

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ