আওয়ার ইসলাম: গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে র্যাবের একটি দল নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) পলাতক সক্রিয় সদস্য রাশেদ উল ইসলামকে (২১) ফেনী থেকে গ্রেফতার করেছে ।
র্যাব জানায়, রাশেদ ২০১৭ সালের ৩ নভেম্বর ময়মনসিংহের ত্রিশাল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি। সে ফেনীর সোনাগাজী থানার দারুল উলামা মাদরাসায় অধ্যয়নরত ছিল।গ্রেফতারের পর তাকে ত্রিশাল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার দুপুরে র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার লে. কর্নেল মো. শরীফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাশেদ সন্ত্রসবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।
র্যাব আরো জানায়, রাশেদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী তথ্য প্রকাশ করতো। তার সঙ্গে নব্য জেএমবির অপর সদস্য মো. ইসমাইল হোসেনের বন্ধুত্ব গড়ে ওঠে। ইসমাইলের মাধ্যমেই রাশেদের পরিচয় হয় আবু শাম নামে একই গ্রুপের আরেক সদস্যের সঙ্গে।
এই তিনজন স্বল্প সময়ের মধ্যে সন্ত্রাসী প্ররোচনায় এক অপরকে উদ্বুদ্ধ করে এবং নাশকতার উদ্দেশে ইসলামের নামে অপব্যাখ্যা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজনকে দলে টানতে শুরু করে। ইতিমধ্যে বগুড়া থেকে ইসমাইল ও ত্রিশাল থেকে আবু শামকে গ্রেফতার করে র্যাব-১৪।