আবদুল্লাহ তামিম: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আর এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কমপক্ষে ৪ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে নিউইয়র্কের ফায়ার সার্ভিস কর্মকর্তা প্রধান।
বিবিসির এক খবরে জানিয়েছে, ট্রাম্প টাওয়ারের ৫০তম তলায় আগুনের সূত্রপাত হয়। সেখানে বাড়ি ও অফিস রয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টাওয়ারের উপর থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। আগুনে পুড়ে উপর থেকে গ্লাস নীচে পড়তে দেখা যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এই ভবনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বাড়ি ও অফিস রয়েছে। তবে তিনি এখন ওয়াশিংটনে অবস্থান করছেন।
এদিকে আগুন লাগার ৪৫ মিনিট পর একটি টুইট করেন ট্রাম্প। তিনি বলেন, ভবনটির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো। তাই তিনি নির্ভয়ে আছেন যে বেশি ক্ষয়ক্ষতি হবে না।
মিডটাউন ম্যানহাটন বিল্ডিং-এর চারপাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও বিবিসির খবরে বলা হয়েছে।
ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের এক মুখপাত্র বলেন, তিনি ও তার ছেলে ব্যারন এই মুহূর্তে ওয়াশিংটনে আছেন।
সূত্র: ডেইলি মেইল
আরো পড়ুন- পোপের মন্তব্য ভাইরাল; পাকিস্তানের সংখ্যালঘুর জন্য আমার দুঃখ হয়
http://video.dailymail.co.uk/preview/mol/2018/04/08/6386012342190191537/636x382_MP4_6386012342190191537.mp4