আওয়ার ইসলাম : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না হলেও বিজিবি মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দীন আহমদ।
শনিবার দুপুরে গাজীপুরের বঙ্গতাজ অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয় পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে ইভিএম ব্যবহৃত হবে বলেও উল্লেখ করেন তিনি।
নির্বাচন কমিশন সচিব হেলাল উদ্দীন আহমদ বলেন, '১৫ মে গাজীপুর সিটি নির্বাচন। নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ, অবাধ এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে যেতে পারে সেই জন্য সব ধরনের ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। নির্বাচনে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী থাকবে সঙ্গে বিজিবিও মোতায়েন করা হবে।' সেনাবাহিনী প্রসঙ্গে তিনি বলেন, 'স্থানীয় সরকার নির্বাচনে সচারচার সেনা মোতায়েন করা হয় না।'