আওয়ার ইসলাম : শহিদ আফ্রিদির টেইটের পর কাশ্মীর ইস্যুতে এবার মুখ খুললেন পাকিস্তানি পেসবোলার শোয়েব আখতার। এদিন টুইটারে নিজের অ্যাকাউন্টে লেখেন, ‘সালমান জামিন পাওয়ায় আল্লাহকে ধন্যবাদ জানাই। আর জীবনে একটা দিন দেখে যেতে চাই, যেদিন কাশ্মীর, ইয়েমেন, আফগানিস্তানে প্রকৃত স্বাধীনতা ফিরে আসবে। মৃত্যুর আগে এই একটা দিন দেখে যেতে চাই যখন রক্তঝরা বন্ধ হবে।’
যদিও কিছুক্ষণের মধ্যেই এই টুইটটি মুছে ফেলা হয়। এরপর আরেকটি টুইটে শোয়েব লেখেন, ‘আমাদের দু’দেশের নেতৃত্বকেই প্রশ্ন করা উচিত, যে কেন আমরা দীর্ঘ ৭০ বছর ধরে নিজেদের সম্পর্ক উন্নত করতে পারেনি। আমরা কি আরও ৭০ বছর এই ঘৃণা নিয়েই বাঁচতে চাই?’
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া প্রতিক্রিয়ায় শোয়েব আরও জানিয়েছেন, ‘দীর্ঘ ৭০ বছর ধরে প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে লড়াই চলছে। দু’দেশের উচ্চপর্যায়ের প্রশাসকদের এই নিয়ে আলোচনায় বসা উচিত। তাহলেই এই দূরত্ব ঘুচবে। না হলে ৭০ বছর ধরে আমরা যা ভোগ করেছি, আমাদের পরবর্তী প্রজন্মও তাই ভোগ করবে। সেটা কী আমরা কেউ চাই?’
উল্লেখ্য, নিজের টুইটারে একটি পোস্ট করে কাশ্মীরের সমস্যার জন্য ভারতকে দায়ী করেন আফ্রিদি৷তিনি লেখেন, কাশ্মীরের অবস্থা খুবই উদ্বেগজনক। স্বাধীনতা ও সার্বভৌমত্তের জন্য সংগ্রাম করা নিরীহ কাশ্মীরিদের ভারতের জালিম সরকার গুলি চালিয়ে শহিদ করে চলছে।
কাশ্মীরের অবস্থা নিয়ে মানবাধিকার সংগঠন ও জাতিসংঘ কেন কথা বলছে না? তারা আজ কোথায়? তাদের উচিত এ নির্যাতন নিপীড়ন বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
ভারতীয় মিডিয়ার ভাষ্য মতে শহিদ আফ্রিদি তার টুইটে ভারতকে অপমান করেছেন!
এরপরই সোশ্যাল মিডিয়ায় শোরগোল৷ কাশ্মীরকে ‘ভারত অধ্যুষিত কাশ্মীর’ উল্লেখ করায় ভারতীয় নেটিজেনের রোষের মুখে পড়েন পাকিস্তানের তারকা ক্রিকেটার৷
আরও পড়ুন : কাশ্মীর ইস্যুতে ভারতীয় ক্রিটারদের তোপের মুখে শহিদ আফ্রিদি
[আওয়ার ইসলাম বৃহত্তর কলেবরে প্রকাশ করতে যাচ্ছে রমজানুল মোবারক সংখ্যা, আপনার মাদরাসা-স্কুল বা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন। আপনার কপি সংগ্রহ করতে ফোন করুন 01717831937 বিকাশ]