আওয়ার ইসলাম: দীনি তালিম ও তাবলিগের কাজে নতুন প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করেছেন দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী।
এ সময় তিনি বিভিন্ন দীনি বিষয়ের উপর তৈরি করা মোবাইল অ্যাপের প্রশংসা করেন।
গতকাল ৬ এপ্রিল ডাক্তার নজীব কাসেমীর উর্দু, হিন্দি ও ইংরেজি ছয়টি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাওলানা নজীব কাসেমীর ছয়টি গ্রন্থ সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় মুফতি আবুল কাসেম নোমানী বলেন, মাওলানা নাজীব কাসেমী নতুন প্রযুক্তিকে দীনি তালীম ও তাবলীগের জন্য উত্তম মাধ্যম হিসেবে ব্যবহার করার দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আলেমদের বয়ান ও ইসলামী বইয়ের অ্যাপস ইসলামী যিন্দেগী
বিভিন্ন ইসলামি বিষয়ে তার তৈরি মোবাইল অ্যাপস ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
জামিয়া মিল্লয়িা ইসলামিয়ার আনসারী অডিটোরিয়ামে অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিলো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মিল্লিয়ার ভাইস চ্যান্সেলর প্রফেসর তালাত আহমদ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রসিদ্ধ আলেমে দিন মাওলানা মুফতি সাইয়েদ মুহাম্মাদ আফফান মনসুরপুরী। সূত্র: রোজনামা খবরেঁ
আলেমদের কাছে এলে মন ভরে যায়; যাত্রাবাড়ী মাদরাসায় স্বরাষ্ট্রমন্ত্রী
এফএফ
[আওয়ার ইসলাম বৃহত্তর কলেবরে প্রকাশ করতে যাচ্ছে রমজানুল মোবারক সংখ্যা, আপনার মাদরাসা-স্কুল বা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন। আপনার কপি সংগ্রহ করতে ফোন করুন 01717831937 বিকাশ]