রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নরসিংদীর তিনস্থানে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ৯জন নিহত হয়েছেন। প্রথম দুর্ঘটনাটি ঘটে সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মরজালের চারাবাগ এলাকায়।

দুপুর দেড়টায় একই মহাসড়কের মাধবদী থানার বিরামপুর এলাকায় দ্বিতীয় দুর্ঘটনায় তিন এবং সদর উপজেলার বাগহাটা এলাকায় বিকেল ৩টায় তৃতীয় দুর্ঘটনায় দম্পতি মারা গেছেন।

ভৈরব হাইওয়ে থানার ইনচার্জ একেএম কাওছার জানান, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস মহাসড়কের রায়পুরার চারাবাগে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ আরোহী নিহত হন।

নিহত চার মোটরসাইকেল আরোহীরা হলেন- আসাদ মিয়ার ছেলে রমজান মিয়া (১৭), হাফিজ উদ্দিনের ছেলে ডালিম মিয়া (১৪), শরিফ মিয়া ছেলে সোহাগ মিয়া (১৮)। তারা ৩জনই রায়পুরা উপজেলার মরজাল গ্রামের বাসিন্দা। অপরজন হলেন ইয়ামিন মিয়া (২৫)। তার বাড়ি শিবপুর উপজেলার পুটিয়া গ্রামে। আটক বাস ও নিহত ৪জনের লাশ ঘটনাস্থল থেকে ভৈরব হাইওয়ে পুলিশ থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা করা হয়েছে।

২য় দুর্ঘটনাটি ঘটে দুপুর দেড়টায় ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী জেলার মাধবদী থানার বিরামপুর এলাকায়। মাধবদী থানার ওসি ইলিয়াছ মিয়া জানান, ঢাকা থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিরামপুর পল্লীবিদ্যুতের সামনে একটি রিকশাকে চাপা দিলে চালক ইলিয়াছ আলী (৩২), যাত্রী রতন মিয়া (৪৫) ও পথচারী মকবুল (৪০) ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের লাশ পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয় জনতা ঘাতক বাসটিকে আটক করেছে। এ ব্যাপারে মাধবদী থানায় একটি মামলা হয়েছে।

৩য় দুর্ঘটনাটি ঘটে বিকেল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বাগহাটা এলাকায়। নরসিংদী সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান জানান, মাধবদী থেকে মোটরসাইকেলে করে নরসিংদী আসার পথে বাগহাটা পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী ঘটনাস্থলে মারা যান।

নিহতরা হলেন আমিনুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী মানসুরা বেগম (৩০)। তাদের বাড়ি মাধবদী এলাকায় বলে জানা গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী মডেল থানা পুলিশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে নরসিংদী মডেল থানায় একটি মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।

আরো পড়ুন- মধ্যপ্রাচ্যে ইতিহাস পাল্টানোর রাজনীতি: স্বৈরশাসকরা কি রক্ষা পাবে?


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ