রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি সাংবাদিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজায় ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনি এক সাংবাদিক। তার নাম ইয়াসির মুরতাজা। গাজা উপত্যাকায় ফিলিস্তিনিদের বিক্ষোভের ওপর ইসরাইলি সেনারা গুলি চালায়। এতে তিনি নিহত হন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার এ কথা বলেছে। এতে বলা হয়েছে, শুক্রবার ইসরাইলি সেনাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ চলাকালে সাংবাদিক ইয়াসির গুলিবিদ্ধ হন।

তিনি গাজাভিত্তিক আইন মিডিয়া এজেন্সির ফটোগ্রাফার। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। ঘটনার পর ইয়াসিরের রক্তাক্ত দেহের একটি ছবি ধারণ করেন এএফপির একজন সাংবাদিক। এ সময় তার বুকে প্রেস লেখা বিশেষ পোশাক পরা দেখা যায়। তখনও তিনি চিকিৎসা নিচ্ছিলেন। এর পর শনিবার জানানো হয় তিনি মারা গেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।

ওদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় আরো এক ফিলিস্তিনি নিহত হওয়ার কথা জানিয়েছে। বলা হয়েছে, নিহত এই ব্যক্তি ২০ বছর বয়সী হামজা আবদেল আল। তাকে মধ্য গাজার আল বুরেজিতে গুলি করা হয়েছিল। শুক্রবার থেকে এ নিয়ে গাজায় ইসরাইলিদের সঙ্গে সংঘর্ষে নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়ালো নয়।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ