আবদুল্লাহ তামিম: রাজধানী ঢাকার ম্যাডাম বাড়ি আরবি মাদরাসা মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ-এর উদ্যোগে ১০দিনব্যাপী আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
প্রথমটি ১৬ই শাবান ৩ মে বৃহঃবার থেকে ২৫ শাবান ১২ মে পর্যন্ত ১০দিনব্যাপী। দ্বিতীয়টি ১লা রমজান থেকে ১৫ রমজান পর্যন্ত ১৫দিনব্যাপী অনুষ্ঠিত হবে। দরসের সময় সকাল ৯ থেকে দুপুর ১২.৩০ পর্যন্ত। দুপুর ২.৩০ থেকে আছর পর্যন্ত, বাদ মাগরিব তামরীন ও বাদ এশা হিফজুল হাদিস দরস দেয়া হবে।
তবে রমজানে যারা ভর্তি হবে হেদায়াতুন্নাহু থেকে মেশকাত-দাওয়া পর্যন্ত ও আলিয়ার আলিম থেকে কামিল পর্যন্ত যেকোন ছাত্র।ভর্তি ফী প্রথমটি ১২০০ টাকা ও দ্বিতীয়টি ১৫০০ টাকা।
যােগাযােগ: মহিউদ্দীন ফারুকী (পরিচালক: আরবি ভাষা ও সাহিত্য কেন্দ্র বাংলাদেশ) মােবাইল ০১৭৩৬২১৭৫৫০ যাতায়াত, মােহাম্মদপুর তিন রাস্তা মােড় থেকে সলমাশির সিএনজিতে ম্যাডামবাড়ি (আরবি মাদরাসা)। ১৭ থেকে ২০ মিনিটের পথ।
আরো পড়ুন- আওয়ার ইসলাম দাওরা হাদিস মডেল টেস্ট