রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


এখনো আমি মন্ত্রী হতে পারিনি: আ হ ম মুস্তফা কামাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ১২তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমি এখনও মন্ত্রী হতে পারিনি। যেদিন দেশের সব তরুণ তরুণী চাকরি পাবে, সব ছেলে-মেয়ে স্কুলে যাবে, সেদিন আমি মন্ত্রী হতে চাই। আমি বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশের মন্ত্রী হতে চাই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য আপনারা প্রস্তাব দেন, আমি দু’মাসের মধ্যে প্রজেক্ট অনুমোদন করে দিব। প্রধানমন্ত্রী চান এ বিশ্ববিদ্যালয়ের নাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হোক, আমিও তাই চাইব।

কুমিল্লাহ বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়া কয়েকজনের সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, এ বিশ্ববিদ্যালয়ে ভালো কাজের চেয়ে দুর্নীতিই বেশি হয়েছে। প্রত্যেকটি চাকরি কীভাবে এখানে হল, আমার নাম কীভাবে ব্যবহার করা হল সেগুলো খতিয়ে বের করবেন, তাদেরকে স্ব-সম্মানে বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যেতে বলবেন। আমি কারো চাকরির জন্য সুপারিশ করি নাই।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট দূরীকরণসহ বিশ্ববিদ্যালয়কে তথ্য প্রযুক্তি ভিত্তিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সহায়তার আশ্বাস দেন পরিকল্পনামন্ত্রী।

কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ