রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


গাজীপুর-খুলনা সিটি নির্বাচনে তাফসিল ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ শনিবার বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা জানান গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে।

নুরুল হুদা জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। এছাড়া যাচাই বাছাই হবে ১৫-১৬ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল।

এ‌র আগে গাজীপুর ও খুলনাসহ পাঁচ সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করতে কোনো আইনি বাধা নেই বলে নির্বাচন কমিশনকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। ইসির পাঠানো এক চিঠির জবাবে মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

২০১৩ সালের ১৫ জুন একসঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশন এবং ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়েছিল। তবে ভোটের পর একেকটি সিটি করপোরেশন একেকদিন প্রথম বৈঠকে বসেছে আর ওই বৈঠক থেকেই করপোরেশনের মেয়াদ শুরু হয়।

এই পাঁচ সিটি করপোরেশনের মধ্যে গাজীপুর সিটি করপোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে ৪ সেপ্টেম্বর, সিলেটের ৮ অক্টোবর, খুলনার ২৫ সেপ্টেম্বর, রাজশাহীর ৫ অক্টোবর ও বরিশালের ২৩ অক্টোবর।

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যেকোনো সময় ভোট করতে হবে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ