রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাউজানের শতবর্ষী প্রতিষ্ঠানে এই প্রথম খতমে বুখারী অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী: চট্টগ্রাম জেলা অন্তর্গত রাউজান থানাধীন শতবর্ষের ঐতিহ্যবাহী আল মাদরাসাতুল আরাবিয়া এমদাদুল ইসলাম মাদরাসায় প্রথমবারের মত খতমে দরসে বুখারী অনুষ্ঠিত হয়েছে ৷

আজ ৩০ মার্চ শুক্রবার বাদ জুমা খতমে বুখারী ও দুআ মাহফিলের আয়োজন করে মাদরাসা কর্তৃপক্ষ৷

বিশুদ্ধ হাদিসগ্রন্থ বুখারী শরিফের শেষ দরস প্রদান ও দুআ পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক, শায়খুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

আল্লামা বাবুনগরী বুখারী শরিফের শেষ হাদিস ও প্রথম হাদিসের মধ্যকার সামঞ্জস্যতা উল্লেখ করে, হাদিসের রাবী বা বর্ণনাকারী সম্পর্কে তাত্ত্বিক আলোচনা পেশ করেন৷

তিনি বলেন, বুখারী শরিফের গ্রন্থকার ইমাম মুহাম্মাদ ইবনে ইসমাঈল ইবনে ইবরাহীম বুখারী রহ. আমিরুল মুমিনীন ফিল হাদিস (হাদিস শাস্ত্রের সম্রাট) ছিলেন৷ ছয় লক্ষাধিক হাদিস তার আওতায় ছিলো ৷ যাচাই বাচাই করে তিনি বিভিন্ন বিষয়ে তার লিখিত বুখারী শরীফে ৭২৭৫ হাদীস লিপিবদ্ধ করেছেন৷

তিনি আরো বলেন, ইমাম বুখারী বাল্যকালে চোখের জ্যোতি হারিয়েছিলেন৷ পরে মায়ের দুআয় তিনি চোখের জ্যোতি ফিরে পান৷

উল্লেখ্য, আল্লামা বাবুনগরীই এ বছরের শুরুতে সর্বপ্রথম রাউজানের শতবর্ষী এ প্রতিষ্ঠানে হাদিসের দরস শুরু করেছিলেন এবং আজ এর শেষ দরস প্রদান করলেন৷

আল্লামা বাবুনগরী'র ছোট ভাই মাওলানা যোবায়ের আহমদ এ মাদরাসায় হাদিসগ্রন্থ মুসলিম শরীফ প্রথমখণ্ড পাঠদান করেছেন৷

খতমে বুখারী ও দুআ মাহফিলে মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ সোলাইমান ও শায়খুল হাদিস মাওলানা ইলিয়াসসহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন৷

তাবলিগের সঙ্কট নিরসনে ঢাকায় উলামা সম্মেলন কাল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ