রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


পোশাকেও শালীনতা রয়েছে এটা মান্য করা উচিৎ: মুফতি সাখাওয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কোরআনে স্পষ্ট করে বলা আছে কি ধরনের পোশাক পরতে হবে। আমি এটাও মানি পোশাকই যে যৌন হয়রানির প্রধান কারণ তা নয়, অন্য কারণও রয়েছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের শুরা সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন।

বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকালে একটি অনলাইন পোর্টালের শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হেফাজতে ইসলামের শুরা সদস্য মুফতি সাখাওয়াত হোসাইন বলেন, ‘ইসলামি শরিয়ত মতে স্পষ্টভাবে হাদিস-কোরআনে পর্দাকে নর ও নারীর জন্য ফরজ করা হয়েছে।

কেন করা হয়েছে? নর-নারী পরস্পরের প্রতি আকর্ষণ বোধ করে এটা তাদের জন্য স্বভাবজাত। আর এসব কারণেই পর্দা অবধারিত করা হয়েছে। খুব সহজভাবেই বলতে পারি, পোশাকের একটি সৌন্দর্যবোধ, শালীনতাবোধ আছে বলেই তো আমরা পোশাক পরি। পোশাক পরিধানের সঙ্গে বিষয়টির অবশ্যই একটি সম্পর্ক রয়েছে।’

বৈঠকিতে আলোচনায় অংশ নিয়েছেন লেখক ও মানবাধিকার কর্মী বৃত্বা রায় দীপা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরীন, নিউ আর্থ কিন্ডারগার্টেনের শিক্ষক ও নারী সাইক্লিস্ট সালমা আক্তার রুনীসহ আরো অনেকই। বাংলা টিবিউন

/এটি

আরো পড়ুন

পোশাক নিয়ে মোশাররফ করিমের অনভিপ্রেত বক্তব্য; আমাদের সমুচিত জবাব!


সম্পর্কিত খবর