আওয়ার ইসলাম : নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে ৫ জন নিখোঁজ রয়েছেন। নৌকায় ১৪ যাত্রীর মধ্যে ৯ জন সাঁতরে তীরে আসতে পারলেও বাকিরা ব্যর্থ হয়।
গতরাত (শুক্রবার) নয়টার দিকে এ ঘটনা ঘটে। পরে নিখোঁজদের উদ্ধারে দুই ঘণ্টা চেষ্টা করে ফিরে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এসময় শীতলক্ষ্যা পাড়ে আহাজারি করেন নিখোঁজদের স্বজনরা।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি মনিরুজ্জামান জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জন যুবক একটি নৌকা ভাড়া করে শীতলক্ষ্যা নদীতে ঘুরছিলেন।
“রাত সাড়ে ৯টার দিকে একটি বাল্কহেড পেছন থেকে নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ১৪ জনের মধ্যে ৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও পাঁচ জন নিখোঁজ থাকে।”
ওসি বলেন, খবর পেয়ে পুলিশ ও ডেমরা ফায়ার সার্ভিসের তিনজনের একটি ডুবুরিদল উদ্ধার কাজ শুরু করেছে।
নিখোঁজ ব্যক্তিরা হলেন, লতিফ, শরিফ, তুষার, বাবু ও জসিম। যাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।