রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইউএস-বাংলার মালয়েশিয়াগামী ফ্লাইটের জরুরি অবতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটা বিমান জরুরি অবতরণ করেছে। ফুয়েল ফিল্টারে সমস্যার কারণে উড্ডয়নের প্রায় ২৫ মিনিট পর ফিরে আসে বোয়িং ৭৩৭ বিমানটি।

শনিবার (২৪ মার্চ) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে ১৬৪ জন যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে বিএস ৩১৫ ফ্লাইটটি।ইউএস-বাংলার মালয়েশিয়াগামী ফ্লাইট শাহজালালে জরুরি অবতরণ

এ ব্যাপারে ইউএস-বাংলার মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, ‘ফ্লাইটি ফিরে আসার পর পুনরায় চেক করা হয়। তবে কোনও ত্রুটি খুজে পাওয়া যায়নি।’

তিনি আরও বলেন, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই পাইলট ফিরে এসেছেন।

এদিকে, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি ডিরেক্টর জিয়াউল ইসলাম বলেন, ‘এটিকে জরুরি অবতরণ বলা যাবে না। ফুয়েল ফিল্টারে ত্রুটি দেখা দেয়ায় ফ্লাইটটি ল্যান্ড করেছিল।’

এর আগে গত ২০ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ড্যাশ-৮ মডেলের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল।

এছাড়া গত ১২ মার্চ নেপালে ৬৭ জন যাত্রী ও চার ক্রু নিয়ে বিধ্বস্ত হয় ইউএস-বাংলার উড়োজাহাজটি। এতে মারা যান ৫১ জন। বিমানে বাংলাদেশি নাগরিক ছিলেন ৩৬ জন। তাদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ