আওয়ার ইসলাম: আজ থেকে ১১ বছর আগে ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে মাত্র ৪ ঘন্টায় সিরিয়ার পরমাণু স্থাপনায় বিমান হামলা চালিয়ে পরমাণু স্থাপনা সম্পূর্ণরুপে ধ্বংস করে দেয় ইসরায়েলি সেনাবাহিনী। প্রথম বারের মত আজ আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় স্বীকার করার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আফেখা আদ্রু।
সেনাবাহিনী মুখপাত্র জানান, ইলেক্ট্রনিক যুদ্ধবিমান ছাড়াও মোট আটটি এফ -১৬ এবং এফ-১৫ জঙ্গি বিমান হামলায় অংশ নেয়। লেজার বোমা ব্যবহার করে মোট ১৭ টন বিষ্ফোরক দ্রব্য নিক্ষেপ করা হয়। এবং পরমাণু চুল্লি সম্পূর্ণরুপে ধ্বংস করে দেয়া হয়।
সেনামুখপাত্র আর জানান, রাজধানী দামেস্ক থেকে ৪৫০ কিলোমিটার দূরে দেইর আজ-জুরে এলাকায় কয়েকটি পর্যায়ে পরমাণু চুল্লিটি নির্মাণ করা হয়েছিল।
এদিকে হিবরু ভাষায় প্রকাশিত বিভিন্ন গণমাধ্যম হামলা চিত্রও ভিডিও প্রকাশ করেছে।
হারেৎজ জানিয়েছে, উত্তর কোরিয়ার সহযোগিতায় পাঁচ বছর ধরে পরমাণু চুল্লির কাজ সম্পন্ন করা হয়।
হারেৎজ আরও জানিয়েছে, সিরিয়ার পরমাণু স্থাপনা ধ্বংস করা ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ উলমার্টের সবচেয়ে বড় সাফল্য।
সূত্র : ইয়েনি সাফাক