সাখাওয়াত উল্লাহ : সিরিয়ার কুর্দি নিয়ন্ত্রিত শহর আফ্রিনের কেন্দ্রভাগের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে তুরস্কসমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি (এফসিএ)।
তাদের প্রকাশ করা একটি ভিডিওতে সেনাদের আফ্রিনের সিটি সেন্টারে পতাকা ওড়াতে এবং কুর্দিদের জনপ্রিয় নেতা ব্ল্যাকস্মিথ কাওয়ার মূর্তি বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে দেখা যায়। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।
অবশ্য দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, তুরস্ক ও এফসিএ সেনারা আফ্রিনের অর্ধেকটা দখল করেছে। রোববার সকালেও সেখানে কয়েকটি এলাকায় লড়াই চলছে।
তুরস্কের প্রেসিডেন্ট রজব তায়্যিব এরদোগান তার দেশের কুর্দিদের জঙ্গি সংগঠন ঘোষণা করেছেন এবং সিরিয়ার ওয়াইপিজি’কে তুর্কি কুর্দিদের বর্ধিত অংশ বলে বিবেচনা করেছেন।
এরদোগান বলেছেন, ‘আজ সকালে ফ্রি সিরিয়ান আর্মি জোট আফ্রিনের কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়েছে। বেশিরভাগ জঙ্গি লেজ গুটিয়ে পালিয়েছে।’
সৈন্যদের এই অভিযানে ২৮০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানায় কয়েকটি মানবাধিকার সংগঠন। যদিও আঙ্কারা ওই দাবি অস্বীকার করেছে।
সূত্র: বিবিসি