শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


স্কুলে স্কুলে বঙ্গবন্ধু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবার পরনেই সাদা পাজামা ও পাঞ্জাবি। তার ওপরে বঙ্গবন্ধুর প্রিয় মুজিবকোট, চোখে মোঠা ফ্রেমের কালো চশমা। যা বঙ্গবন্ধু নিজে পরতেন। এমনভাবেই শনিবার পাকুন্দিয়ায় দুইশতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সেজেছিল বঙ্গবন্ধু সাজে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদেরকে এমনভাবে সাজার ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন পাকুন্দিয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেণু।

সকালে ক্ষুদে বঙ্গবন্ধু সৈনিকদেরকে নিয়ে তিনি উপজেলা সদরে শোভাযাত্রা করেন। পরে স্থানীয় শহীদ মিনারে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে শিশুদেরকে ধারণা দেন উপজেলা চেয়ারম্যান।

এ বিষয়ে রফিকুল ইসলাম রেণু জানিয়েছেন, শিশুদের মধ্যে বঙ্গবন্ধু ও স্বাধীনতার চেতনাকে ধারণ করার চিন্তা থেকেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ