হামিম আরিফ: শ্রীলংকায় চলমান নিদাহাস ট্রফির সেমিফাইনালে টাইগারদের সঙ্গে হেরে যাওয়ার ঘটনায় বাংলাদেশের জন্য বরাদ্দ ড্রেসিংরুম ভাংচুর করেছে।
বাংলাদেশ দল যখন জয়ের আনন্দে লিপ্ত ঠিক তখন তাদের ড্রেসিংরুম ভাংচুর করা হয়। কারা এ কাজ করেছে সঠিক তথ্য না পাওয়া গেলেও ধারণা করা হচ্ছে ক্ষুব্ধ শ্রীলঙ্কান দর্শকই এ কাজ করেছে।
প্রেমাদাসা স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর জয়ের পর বাংলাদেশের জন্য বরাদ্দকৃত ড্রেসিং রুমের কাঁচ ভাঙা পাওয়া যায়। গ্রাউন্ড স্টাফ এই বিষয়ে লঙ্কান বোর্ডের কাছে রিপোর্ট করেছে।
গ্রাউন্ড স্টাফের পক্ষ থেকে এ ঘটনা কে করেছে বা কার কারণে এই ক্ষতি হয়েছে তা সম্পর্কে ধারণা না থাকাতে সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত করতে মৌখিক অনুরোধ করা হয়েছে।
শনিবার দুপুর ১২টার মধ্যে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবে প্রেমাদাসার গ্রাউন্ড স্টাফ।
উল্লেখ্য, গতকালের এ খেলায় ২ উইকেটে শ্রীলঙ্কার সঙ্গে জিতে ফাইনালে উঠে বাংলাদেশ।
শ্রীলঙ্কায় সংখ্যালঘু নিপীড়ন বাড়ছেই; আতঙ্কে মুসলিমরা