আওয়ার ইসলাম: রোহিঙ্গা মুসলমানদের ওপর হত্যা-নির্যাতনের দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বিরুদ্ধে বিচার শুরুর আবেদন জানিয়েছেন অস্ট্রেলিয়ার কয়েকজন আইনজীবী। ওই আবেদনে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার আইনজীবীদের ওই আবেদনে বলা হয়েছে, মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের ওপর নিরাপত্তা বাহিনী পদ্ধতিগত নিপীড়ন চালিয়েছে। কিন্তু রোহিঙ্গা নির্যাতন থামাতে অং সান সু চি তার ক্ষমতা ব্যবহার করেন নি।
এর মাধ্যমে রোহিঙ্গাদের জোরপূর্বক তাদের ঘর বাড়ি থেকে বিতাড়নের জন্য সেনাবাহিনীকে তিনিই সুযোগ করে দিয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
অস্ট্রেলিয়ার মেলবোর্ন আদালত খুব শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবে বলে মনে করা হচ্ছে।