আওয়ার ইসলাম: সৌদি আরবের প্রভাবশালী যুবরাজ মুহাম্মাদ বিন সালমান রুহানি-এরদোগানের দিকে অভিযোগের তীর ছুঁড়ে বলেন, ইরান এবং কট্টরপন্থী ইসলামি দলগুলো নিয়ে গঠিত শয়তান নামের ত্রিভুজের (ট্রায়াঙ্গেল অব এভিল) তৃতীয় বাহুটি হলো তুরস্ক।
গতকাল (বুধবার) বার্তা সংস্থা রয়টার্স মিশরের গণমাধ্যম আল-শরুকের বরাত দিয়ে একথা জানিয়েছে । কায়রো সফরের সময় মিশরিয় গণমাধ্যমের সম্পাদকদের এসব কথা বলেন যুবরাজ।
তুরস্কের প্রতি অভিযোগ করে যুবরাজ বলেন, প্রায় ১০০ বছর আগে অটোমান সম্রাজ্যের পতনের মাধ্যমে বিলুপ্ত হওয়া ইসলামি খিলাফতকে তুরস্ক পুনরায় প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে।
প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ঘোর প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গেও কাজ করছে তুরস্ক।
সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ সিরিয়ায় চলমান যুদ্ধ অবসানেও একসঙ্গে কাজ করেছে তারা। এছাড়া গত বছর ইরানি ও তুর্কি সেনাপ্রধানেরা একে অপরের দেশ সফর করেছে।
সূত্র : রয়টার্স/আরএম