মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
হিমাগারে রেখে রংপুরে বেশি দামে বিক্রি হচ্ছে আলু মাদারীপুরে ‘প্রথম আলো’ ও ‘ডেইলি স্টার’ পোড়ালেন ছাত্র-জনতা ইউপি সদস্যকে হত্যা করতে এসে আগ্নেয়াস্ত্রসহ আটক ৩ চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি বিজেপির পিটিআইয়ের সমাবেশ ঠেকাতে পাকিস্তানে নামানো হলো সেনাবাহিনী ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ ঘোষণা করল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন

খালেদা জিয়ার মামলার নথির বিষয়ে সরকারকে হস্তক্ষেপ না করার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডেস্ক: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নথি উচ্চ আদালতে পাঠানোর ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ না করার অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। রবিবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।

জয়নুল আবেদীন বলেন, ‘বিচারিক আদালতের রায়ে বেগম জিয়ার পাঁচ বছরের সাজা দেওয়া হলে আমরা আপিল করি। সেই শুনানি শেষে আদালত বলেছেন যেহেতু এরইমধ্যে আমরা এ মামলার নথি তলব করেছি তাই আগে নথি আসুক, তারপর আমরা জামিনের বিষয়ে আদেশ দেবো।

ওই আদেশের পর আমরা তিনজন আইনজীবী নিযুক্ত রেখেছি নথির বিষয়ে খোঁজ-খবর রাখার জন্য এবং নথি কিভাবে দ্রুত আনা যায়। আমরা মনে করেছিলাম বিচারিক আদালতের নথি হাইকোর্টে আসতে দেরি হবে না। কিন্তু সরকারের হস্তক্ষেপে নথি পাঠাতে নিম্ন আদালত বিলম্ব করছে’।

সরকারের কয়েকজন মন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের এক বক্তব্যের সমালোচনা করে জয়নুল আবেদীন বলেন, 'সরকারি লোকেরা ও অ্যাটর্নি জেনারেল বলেন, ‘খালেদা জিয়া তার আইনজীবীদের জন্য কারাগারে।’ এটা দুঃখজনক। আমি বলছি, আমাদের মধ্যে কোনও সমন্বয়হীনতা নেই'।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান, অ্যাডভোকেট রায়হান বিশ্বাস প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ