আওয়ার ইসলাম: একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে ছড়াশিল্পী ও গল্পকার আবদুল্লাহ আশরাফের গল্পগ্রন্থ আগুন দরিয়া। পাওয়া যাবে দাঁড়িকমা প্রকাশনীর ৬৬৬ নম্বর স্টলে। প্রচ্ছদ করেছে জলরঙ। দাম ১০০ টাকা।
আটটি গল্প নিয়ে এই বইটিতে আছে রোহিঙ্গাদের জীবনকথা। জীবনের বাঁকে বাঁকে ঘটে যাওয়া দুঃখ-কষ্ট আর নির্যাতনের ভয়াবহতা। লেখক জীবন্ত গল্পগুলো স্পষ্ট ও সরল ভাষায় তুলে ধরেছেন পাঠকের সামনে।
শিরহরণজাগা সে গল্পগুলো পাঠককে ভাবিয়ে তুলবে। স্বাধীনতার স্পৃহা আর উদ্দীপনায় নতুন কিছু আবিস্কারের সুযোগ করে দেবে।
বই সম্পর্কে আবদুল্লাহ আশরাফ বলেন, জাতিগত ও ধর্মীয় নিপীড়নের শিকার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবর্ণনীয় দুঃখ-কষ্ট জানা যাবে এই বইটি পড়ে। জানা যাবে, আঁধারের নিচে ঢাকা পড়া রক্তের ছোপ ছোপ গল্প।