রায়হান রাশেদ: আধুনিকোত্তর এই যুগে, তারুণ্যের দোহায় দিয়ে আগামী প্রজন্ম যখন ছুটে চলছে বেহায়াপনা আর নগ্নতার দিকে, হেঁটে চলছে ‘ভুল জীবন’ নিয়ে।
জীবন বিধ্বংসী প্রাণহীন লেখা পড়ে তারা যখন বিভ্রান্ত আর অন্ধকার জগতে মৃতপ্রায়, তখন তাদের উজ্জীবিত করার প্রয়াসে আমিনুল ইসলাম হুসাইনী রচনা করে চলেছেন ঈমান জাগানিয়া পবিত্র আলোর গল্প।
অসভ্যতার প্রহেলিকাচ্ছন্নতাকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করে তিনি গল্পে তুলে আনছেন মহাসত্যের গান। তাঁর প্রতিটি গল্পেই থাকে শুদ্ধতার ছোঁয়া, সত্যের আহ্বান।
একুশে বইমেলা প্রকাশিত যে কোন বই ঘরে বসে কিনতে ক্লিক করুন
ধর্ম, মানুষ, মন, প্রেম, প্রকৃতি, পরিবার, সমাজ, দেশ, মুক্তিযোদ্ধ ও পৃথিবীর কথা ফুটে উঠে তাঁর গল্পের পরতে পরতে।
অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ এ, গল্পকার আমিনুল ইসলাম হুসাইনী’র কিশোর গল্পগ্রন্থ ‘জিলাপি’।
জিলাপিতে মোট ১৪টি গল্প আছে। গল্পের ভাঁজে ভাঁজে মেখে দেয়া হয়েছে একটি কিশোরের সত্যিকারের মানুষ হয়ে ওঠার উপকরণ। ধনী দরিদ্রের সংঘাত, হিংসাপরায়নতা আর প্রযুক্তির ভুল ব্যবহারে ভবিষ্যত প্রজন্ম কতোটা ধ্বংসের অতলে যাচ্ছে, জিলাপিতে তা’ই তুলে ধরা হয়েছে।
যা থেকে শিক্ষা নিতে পারলে কিশোরদের মনন হবে কোমল এবং পবিত্র। হবে নৈতিকতায় পুষ্ট।
বইটি প্রকাশিত হয়েছে ইসলামী ‘রাহনুমা প্রকাশনী’র অঙ্গপ্রতিষ্ঠান ‘রংধনু প্রকাশনী’।
পরিবেশনায় রয়েছে দাঁড়িকমা প্রকাশনী। উন্নতমানের কাগজ, মজবুত বাঁধায় আর আইএসবিএন নাম্বার বইটির গুণগতমানকে করেছে সমৃদ্ধ।
প্রচ্ছদশিল্পী সাজিদুল ইসলাম সাজিদের আঁকা বইটির গায়ের মূল্য ১৪০ টাকা।
বইমেলায় বইটি পাওয়া যাবে ৬৬৬ নং স্টলে। এছাড়াও বইটি পাওয়া যাবে অনলাইন বুকশপ রকমারি ডটকম এবং কিতাবঘর ডটকমে।
ভাষা চর্চা নিয়ে তিন আলেমের ৩ বই