শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


প্রকাশ হয়েছে মাশায়েখে চাটগামী’র দ্বিতীয় খন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাহনূর শাহীন: চট্রগ্রামে ইলমে দীনের খেদমত করা দেশের বিভিন্ন জেলার ওলামায়ে কেরামের জীবনী ভিত্তিক মূল্যবান গ্রন্থ মাশায়েখে চাটগামীর দ্বিতীয় খন্ড প্রকাশ হয়েছে।

বইটি প্রকাশ করেছে- আহমদ প্রকাশন। ঢাকা: ১১/১, ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা, ১১০০।

জামিয়া ইসলামিয়া পটিয়ার প্রধান মুফতি ও সিনিয়র মুহাদ্দিস ফকীহুদ্দীন হাফেজ আল্লামা মুফতী আহমদুল্লাহ’র এর সার্বিক দিকনির্দেশনায় বইটি সংকলন ও সম্পাদনা করেছেন হাফেজ মাওলানা মুফতী রিদওয়ানুল কাদির। প্রুফ সম্পাদনা করেছেন মাওলানা মুজাহিদ সগির আহমদ চৌধুরী।

এছাড়াও বইটিতে বিশেষ সহযোগিতা করেছেন, লেখক, গবেষক ও শিক্ষাবিদ ড. আ. ফ. ম. খালিদ হুসাইন, মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী, মাওলানা গোলাম রব্বানী ইসলামাবাদী।

বইটিতে জেলাভিত্তিক যে সব শায়েখদের জীবনালেখ্য আলোচিত হয়েছে তারা হলেন- চট্টগ্রাম জেলা- হাকীমুন নফস আল্লামা শাহ আব্দুল ওয়াহহাব রহ. হাটহাজারী, চট্টগ্রাম, আল্লামা শাহ হাজী মুহাম্মদ ইউনুস রহ. পটিয়া , চট্টগ্রাম, আল্লামা শাহ হারুন বাবুনগরী রহ. বাবুনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম, আল্লামা ইমাম আহমদ রহ. প্রকাশ ইমাম সাহেব হুজুর পাঁচলাইশ, চট্টগ্রাম, আল্লামা শাহ সুলতান আহমদ নানুপুরী রহ. নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম, মাওলানা শাহ আলী আহমদ বোয়ালভী রহ. আনোয়ারা, চট্টগ্রাম, মাওলানা শাহ মেহেরুজ্জামান ইসলামাবাদী রহ. রাংগুনিয়া, চট্টগ্রাম, সুফি নুর মুহাম্মদ নিজামপুরী রহ. নিজামপুর, মিরশ্বরাই, চট্টগ্রাম, আল্লামা ইসহাক আল গাজী রহ. পটিয়া, চট্টগ্রাম, মুফতীয়ে আজম আল্লামা মুফতি আহমদুল হক রহ. হাটহাজারী, চট্টগ্রাম, খলীফায়ে গংগুহী মাওলানা শাহ রমিজ আহমদ রহ. হাইলধর, আনোয়ারা, চট্টগ্রাম।

১২. আল্লামা ইসহাক কানাইমাদারী রহ. চন্দনাইশ, চট্টগ্রাম, শাইখ আল্লামা হারুন ইসলামাবাদী রহ. আশিয়া, পটিয়া, চট্টগ্রাম, হাফেজ কারী শাহ আল্লামা শামসুদ্দীন রহ. ফটিকছড়ি, চট্টগ্রাম, খলীফায়ে গংগুহী কাজী মুআজ্জম হুসাইন নিজামপুরী রহ. নিজামপুর, মিরশ্বরাই, চট্টগ্রাম, তিলমিজে শায়খুল হিন্দ রহ. মাওলানা অলি আহমদ নিজামপুরী রহ. নিজামপুর, মিরশ্বরাই, চট্টগ্রাম, মাওলানা আমির উদ্দিন রহ. নানুপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম, মাওলানা আমীন বাবুনগরী রহ. বাবুনগর, ফটিকছড়ি, চট্টগ্রাম, ককসবাজার,  খতীবে আজম আল্লামা সিদ্দিক আহমদ রহ. চকরিয়া, কক্সবাজার, খলীফায়ে থানভী মাওলানা মুহাম্মদ রামুভী রহ. রামু, কক্সবাজার, আল্লামা শাহ ইসহাক সদর সাহেব রহ. নীলা, টেকনাফ, ককসবাজার।

৩৮০ পৃষ্ঠার বইটির মুদ্রিত মূল্য ৪০০ টাকা। আহমদ প্রকাশনের চট্রহ্রাম কার্যালয় (জামিয়া পটিয়ার উত্তর গেইট সংলগ্ন, জামিয়া রোডের পাশেই আহমদ প্রকাশন নতুন বিক্রয়কেন্দ্রে) ঢাকার ঠিকানা থেকে বইটি সংগ্রহ করা যাবে।

প্রয়োজনে, জাহিদুল ইসলাম জিসান (প্রকাশক আহমদ প্রকাশনী)। মোবা- +8801829492710।

এছাড়াও মাকতাবাতুল আযহার থেকে বইটি সংগ্রহ করা যাবে। দেশের যেকোন প্রান্ত থেকে বইটা সংগ্রহ করতে চান তারা rokomari.com থেকে সংগ্রহ করতে পারবেন।

এসএস/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ