মুজাহিদুল ইসলাম: রুশ প্রতিরক্ষামন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র নিউজ এজেন্সী স্পুটনিককে জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রণালয় সিরিয়ায় থাকা রুশ সৈন্যদের জন্য স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারী করেছে।
সূত্রটি আরো জানায়, সিরিয়ায় থাকা সৈন্যদের জন্য এটা নতুন কিছু নয়, বরং নিকট অতীতে এ-ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে সিরিয়ায় থাকা প্রতিরক্ষামন্ত্রণালয়ের বেসামরিক কর্মকর্তারাও এর আওতাভূক্ত।
উল্লেখ্য কয়েক দিন আগে মার্কিন হামলায় বেসামরিক নাগরিক নিহত হয় বলে রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় স্বীকার করেছে অবশ্য অসমর্থিত সূত্র দাবি করেছে, সেখানে বেশ কতক রুশ সৈন্য নিহত হয়েছে।
সূত্র: স্পুটনিক আরবি
তেঁতুল তত্ত্ব থেকে মোবাইলিজম!! মারহাবা!