ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি:
চট্টগ্রাম হাটহাজারী নুরাণী তা’লীমুল কুরআন শিক্ষাবোর্ডের অধীনে ২০১৭ সালের নুরাণী কেন্দ্রীয় সনদ পরিক্ষায় টেকনাফ পৌরসভার উত্তর ডেইলপাড়া মাদ্রাসা রওজাতুল জান্নাহ নুরাণী একাডেমী থেকে তৃতীয় শ্রেণীর পরিক্ষায় অংশগ্রহণ করে সারাদেশের প্রথম স্থান অধিকার করেছেন টেকনাফ উত্তর ডেইলপাড়ার মোহাম্মদ আব্দুল্লাহ ও মোস্তফা খাতুনের একমাত্র ছেলে মুহাম্মদ শোয়াইব (৯)।
তার রেজি:নং-৫৬৯১৬। একই সাথে মাদ্রাসা থেকে ১৫ পরিক্ষার্থীর মধ্যে ৬ জন “এ+ ” ও ৯ জন শিক্ষার্থী “এ” পেয়েছে। এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মনির আহমদ বলেন, এবারের পরীক্ষার ফলাফলে আমাদের সাথে এলাকাবাসী ও আনন্দিত হয়েছেন।
মাদ্রাসার প্রধান মাষ্টার ওসমান গণি বলেন, বিগত বছরও আমরা শতভাগ ফলাফল অর্জন করেছিলাম। আগামিতেও মাদ্রাসার সুনাম ধরে রাখতে মাদ্রাসার পরিচালনা কমিটি ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
সারাদেশে প্রথম হওয়া মুহাম্মদ শোয়াইব লেখাপড়া করে সে বড় আলেম হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে সকলের কাছে দোয়া চেয়েছেন।