এবার ঘুষ লেনদেনের মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিযুক্ত করতে যাচ্ছে দেশটির পুলিশ। এর আগেও একাধিক কেলেঙ্কারিতে তার বিরুদ্ধে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে।
এক বিবৃতিতে ইসরায়েল পুলিশ জানায়, ঘুষ, প্রতারণা এবং অবৈধভাবে ক্ষমতার ব্যবহারের দুটি পৃথক মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে যথেষ্ঠ তথ্য প্রমাণ তাদের হাতে আছে। আর তাই মামলার প্রক্রিয়া এগিয়ে নিতে অ্যাটর্নি জেনারেলের বরাবর একটি চিঠিও দিয়েছেন তারা।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ঘুষের বিনিময়ে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের বিভিন্ন সময় সুযোগ-সুবিধা দেওয়া এবং গণমাধ্যমকে নিজের পক্ষে প্রচারণা চালাতে বাধ্য করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
তবে রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, “ভিত্তিহীনভাবে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে।”
‘নেতানিয়াহু ফিরে যাও’ শ্লোগানে উত্তাল মুম্বাই