সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


সাতক্ষীরায় ৭০ লাখ টাকার হীরার গহনা উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  সাতক্ষীরার ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে ৭০ লাখ টাকা মূল্যের হীরার গহনা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার সকালে সাতক্ষীরা ৩৮-বিজিবির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ৩৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সরকার মো. মোস্তাফিজ। তিনি বলেন, ভারত থেকে চোরাপথে বাংলাদেশে পাচারের সময় গহনাগুলো উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে ১৬৭টি আংটি, লকেট ও নাকফুল।

লে. কর্নেল মোস্তাফিজ জানান, গত ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভোমরা লক্ষীদাঁড়ি সীমান্তের মেইন পিলার ৩-এর সাবপিলার ২/৩ এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে এক ব্যক্তিকে ধাওয়া দেন বিজিবি সদস্যরা। এ সময় ওই ব্যক্তি তার কছে থাকা তিনটি প্যাকেট ফেলে ফের ভারতে পালিয়ে যান।

তিনি আরও বলেন, পরে প্যাকেটগুলোতে স্বর্ণের ওপর বসানো ৯৭টি ডায়মন্ডযুক্ত আংটি, ২০টি লকেট ও ৫০টি নাকফুল পাওয়া যায়। পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে যে, এগুলো ১৮ ক্যারেটের স্বর্ণালঙ্কারের ওপর নিপুণভাবে সেট করা মূল্যবান হীরা।

এর মূল্য প্রায় ৭০ লাখ টাকা। এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা করা হয়েছে। জব্দকৃত গহনা শুল্ক বিভাগে জমা দেয়া হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ