আওয়ার ইসলাম : প্রশ্ন : হাই কমোডে ইস্তিঞ্জা করা যাবে কী?
উত্তর : ওজরের কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা জায়েজ। যেমন বসলে গায়ে ময়লা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, বা পানির ছিটে গায়ে লাগার সম্ভাবনা থাকে, এরকম কারণে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে।
তবে শরিয়তে গ্রহণযোগ্য কারণ ছাড়া এমনিতে দাঁড়িয়ে প্রস্রাব করা মাকরুহে তাহরিমি। বাথরুমে হাই কমোড বানানো তাদের জন্য জায়েজ যাদের বসে প্রয়োজন সারা কষ্টকর।
এমনিতে ফ্যাশন স্বারূপ এমনটি করা মাকরুহে তাহরিমি। প্রয়োজন ছাড়া হাই কমোড বানানো অনুচিত। তবে যেখানে কমোড ছাড়া ব্যবস্থা নেই সেখানে ইস্তিঞ্জা করা যাবে।
সূত্র: জাদিদ ফিকহি মাসায়েল-১/৫৭।
কেএল