আওয়ার ইসলাম
ভিআইপি লেন মানে জরুরি সেবা, ভিআইপিদের সেবা নয়। জরুরি সেবার জন্য এই লেন করা যায়, তবে ভিআইপিদের সেবার জন্য নয়। ধীরে ধীরে ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। বললেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন।
ভিআইপি লেন প্রসঙ্গে কাদের বলেন, ‘আলাদা ভিআইপি লেন করার বিষয়টি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সুপারিশ করা হয়েছে। সেটি আমরা পেয়েছি। এর সম্ভাব্যতা খতিয়ে দেখা হচ্ছে। তবে রাস্তায় ভিআইপি লেনের জন্য স্থান সংকুলান নেই। তারপরেও জরুরি সেবা দেওয়ার ক্ষেত্রে আলাদা লেন করা যায় কিনা তা খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটি (ডিটিসিএ) বিষয়টি খতিয়ে দেখছে।
তিনি বলেন, তবে ভিআইপি লেন মানে জরুরি সেবা, ভিআইপিদের সেবা নয়। জরুরি সেবার জন্য এই লেন করা যায়, তবে ভিআইপি সেবার জন্য নয়। ধীরে ধীরে ভিআইপি সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
/এটি