আবদুল্লাহ তামিম
হযরত উমর রা. শাসনামলে তিনি রাতের বেলা বেড়িয়ে পড়তেন মানুষের খবরা-খবর নিতে। একদিন এক ঘরে তিনি দেখেন এক বৃদ্ধা বসে বসে চরকা কাটছে আর রাসুল সা. এর স্মরণে মনের মাধুরী মিশিয়ে কবিতা আবৃত্তি করছে।
হে রাসুল আপনার প্রতি আল্লাহর রহমত ও সালাম বর্ষিত হোক
জানি না তার সাথে মিলন হবে কী না আমার
পৃথিবীতে মৃত্যু কারো আগে আসে কারো পরে আসে।
আহা আমি যদি সেদিনটি দেখতে পেতাম যে দিন আমি সঙ্গ পবো আমার হাবীবের
হে আল্লাহ আমাকে তোমার রাসুলের সাথে জান্নাত নসীব কর।
হযরত উমর রা. বাইরে দাঁড়িয়ে বৃদ্ধার কবিতা শুনছিলেন। দাঁড়িয়ে থাকতে পারছিলেন না আর। তাই সেখানেই বসে পড়লেন। ঢেকুর তোলে কাঁদতে লাগলেন। বৃদ্ধার আবেগময় ভালোবাসার কবিতাগুলো তাকে পাগল করে তুলছিলো।
তারপর দরজায় টোকা দিলেন। ভেতর থেকে জিজ্ঞেস করলো কে? বললেন, উমর। বললো, আমার কাছে উমরের কী প্রয়োজন?
বললেন, আল্লাহর ওয়াস্তে দরজা খোলো। বৃদ্ধা দরজা খুলে দিলো। হযরত উমর রা. বললেন, তুমি রাসুল সা. এর স্মরণে যে কবিতা আবৃতি করেছিলে সে কবিতাগুলো পুনরায় আবৃত্তি করে শোনাও।
বৃদ্ধা আবৃত্তি করে শোনালেন। উমর রা. তন্ময় হয়ে শুনলেন আর চোখের পানি গড়িয়ে পড়েছিলো। রাসুলের ভালোবাসায় সিক্ত হলো দুচোখ।
সূত্র: আল্লাহকে যদি পেতে চাও