সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


১২টি বোমাসহ আটক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নাশকতার পরিকল্পনার অভিযোগে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা খাতুনকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি বোমা উদ্ধার করা হয়।

কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২টি বোমা উদ্ধার করা হয়।

এছাড়া ঝিনাইদহে নাশকতা বিরোধী বিশেষ অভিযানে বিএনপি-জামায়াত নেতাকর্মীসহ ৬৩ জনকে আটক করেছে পুলিশ। এসময় আরও ১০টি হাতবোমাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, জেলায় নাশকতা বিরোধী বিশেষ অভিযান চলছে। অভিযানে অংশ হিসেবে জেলার ৬টি উপজেলা থেকে বিএনপি ও জামায়াত

নেতাকর্মীদের আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে মোট ২২টি হাতবোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ