আওয়ার ইসলাম: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খামেনিকে ফেরাউন বলায় হুসাইন সিরাজ বিন সাদেক নামের এক আলেমকে গ্রেফতার করা হয়েছে। তিনি ইরানের কোম শহরের বাসিন্দা বলে জানা যায়। খবর আল আরাবিয়া
ইরানের চলমান অবস্থার উপর সমালোচনা করে হুসাইন সিরাজ খামেনিকে ফেরাউন বলে উল্লেখ করেন। আর দেশটিতে ধর্মীয় ব্যক্তিদের জন্য এ ধরনের সমালোচনা নিষিদ্ধ। এ কারণে ইরানের বিশেষায়িত আদালতের এ্যাটর্নি জেনারেল তাকে গ্রেফতারের নির্দেশ দেন।
কয়েক সপ্তাহ আগে হুসাইন সিরাজের একটি ভিডিও ইউটিউবে প্রকাশিত হয়। ভিডিওতে দেখা যায়, সিরাজী ফকিহ বিলায়েতির শাসনকে ফেরাউনের শাসনের সাথে তুলনা করেন।
ইরানের দ্বীনি রাষ্ট্রে স্বৈরাচারী এবং বিরোধীদের উপর দমন-নিপীড়নের রাজত্ব কায়েম হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
উল্লেখ্য, ইরানের সিরাজী পরিবারের ব্যাপক প্রভাব রয়েছে ইরান ও ইরাকসহ শিয়া অধ্যূষিত বিভিন্ন দেশে। তারা ফকিহ বেলায়েতি এবং খামেনির শাসনকে স্বীকার করেন না।
ইরানের কত শতাংশ নারী হিজাবের বিরুদ্ধে?