আবদুল্লাহ তামিম
আন্তর্জাতিক
ইসরায়েলের মিসিলিয়া গুহা থেকে উদ্ধার হলো ১ লাখ ৭৭ হাজার বছরের পুরনো আফ্রিকার সবচেয়ে পুরাতন মানবের চোয়ালের ফসিল। বৃহস্পতিবার ইসরায়েলের একটা গুহা থেকে সাতটি দাঁতের মানব ফসিল বা জীবাশ্ম উদ্ধারের কথা নিশ্চিত করেন ইসরায়েলের বিজ্ঞানীরা।
বিজ্ঞানীদের সূত্রে নিউইয়র্ক টাইমস জানায়, ৫০ হাজার বছর আগে হোম সেপিয়ান্স বা প্রথম মানুষের সন্ধান পাওয়া গেছে দক্ষিণ আফ্রিকায়। তারপর দক্ষিণ আফ্রিকার মানুষ ছড়িয়ে পড়ে সাহারা আর আরবের মরভূমি পার হয়ে এশিয়া এবং ইউরোপে।তারপর সারা বিশ্বে।
তবে ইসরায়েলের নৃবিজ্ঞানিরা মনে করছেন, পূর্ববর্তী আবিষ্কারগুলোর মতো ৯০ হাজার বছর থেকে ১২০ হাজার বছর আগে মানুষ আফ্রিকা ত্যাগ করতে শুরু করেছিল। তাই সাম্প্রতিককালে চোয়ালের যে ফসিল পাওয়া গেছে তা আফ্রিকার মানবেরই হবে।
উইসকনসিন ইউনিভার্সিটির মানব প্রত্নতাত্ত্বিকবিদ জন হকস বলেন, এটা এমন এক প্রাচীন যুগের মানুষের ফসিল, যা আফ্রিকার বাইরে কখনোই খুঁজে পাওয়া যাবে না। আর খুঁজে পাওয়া সম্ভবও না।
উদ্ধারকৃত চোয়ালের সাতটি অক্ষত দাঁত এবং চোয়ালের কিছু অংশ পরীক্ষা করে দেখা যায়, আধুনিক আফ্রিকার মানবের জিনের সাথে এই ফসিলের মিল রয়েছে।
ড. হকস ও অন্যান্য গবেষকরা এ আবিষ্কারের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, যদিও এই প্রাচীন মানুষটির কিছু শারীরিক বৈশিষ্ট্য আধুনিক মানুষের সাথে মিল থাকলেও সে দেখতে সম্ভবত আলাদা ছিল।
জার্মানির বিবর্তনবাদী নৃবিজ্ঞানী ম্যাক্স প্ল্যাংক বলেন, অনেক ক্ষেত্রে যে মানব ফসিল পাওয়া গেছে তারা আধুনিক মানুষের মত ছিল না। অনেক বিজ্ঞানীরা মনে করছেন, এ আবিষ্কার মানব প্রজাতির ইতিহাসকে অনেকটাই বদলে দেবে। কারণ মানব জাতির ইতিহাস যতটা প্রাচীন মনে করা হয়, এটা তার চেয়েও বেশি প্রাচীন। সেই ইতিহাস অনেক বিস্তৃত পরিসরে বর্ণনা করার দাবি রাখে।
সূত্র: ডন নিউজ উর্দূ